শারদা হলে হামলার নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪৭:৩৫ অপরাহ্ন
সিলেটে সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী শারদা স্মৃতি ভবনে সংস্কৃতিকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ। যেকোনো প্রকার অনিয়ম ও অবিচারের বিপক্ষে সিলেটের সংস্কৃতিকর্মীরা সবসময় সরব ভূমিকা পালন করে আসছেন। সমাজ ও রাষ্ট্রের ক্রান্তিলগ্নে তাঁরা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের ওপর বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা রাষ্ট্র ও সমাজের জন্য অশুভ লক্ষণ। আমাদের সংস্কৃতির ওপর আঘাত মানেই আমাদের চিন্তা ও চেতনার ওপর আঘাত।
এই হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার দাবি করছি আমরা। একইসঙ্গে এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে কখনও না ঘটে সেই লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। সিলেটের সংস্কৃতিকর্মীদের সকল প্রতিবাদী কর্মসূচির সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। বিজ্ঞপ্তি