শিক্ষাবিদ খলিলুর রহমানের ইন্তেকাল ॥ কাল জানাজা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৬:২৭ অপরাহ্ন
দেশ বরেণ্য শিক্ষাবিদ, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রথম উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, প্রফেসর ড. মো. খলিলুর রহমান শনিবার ঢাকার ক্যান্টমেন্টস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মো. আফজল মিয়া, উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ট্রাস্টি বোর্ডের সম্মানীত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই গভীরভাবে শোকাহত। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছে।
উল্লেখ্য, মরহুম ড. মো. খলিলুর রহমানের জানাযার নামাজ আজ ২৪ সেপ্টেম্বর রোববার মৌলভীবাজার শহরের বাহারমর্দন জামে মসজিদে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।