সিলেটে এবার ৯৭ বস্তা ভারতীয় চিনি জব্দ
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭:০৮:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে কোন অবস্থাতে থামাছে না অবৈধ পথে ভারতীয় চিনির প্রবেশ। প্রায় প্রতিদিনই সিলেটের কোথাও না কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দ হচ্ছে এসব চিনি। এ সময় আটকও হচ্ছেন চোরাকারবারিরা। এরপরও অবৈধ এসব চিনির চালান আসা বন্ধ হচ্ছে। এবার সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ৯৭ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ।
গতকাল শনিবার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারি পুলিশ সুপার মো: সম্রাট তালুকদার জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির পিছনের জমি থেকে ভারতীয় ৯৭ বস্তা চিনি জব্দ করে থানা পুলিশ। তবে এ সময় জড়িত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।