কারামুক্ত শ্রমিক নেতা সাইদুল ও হোসাইনকে শ্রমিক কল্যাণের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮:০২:০৫ অপরাহ্ন
কারামুক্ত ২ শ্রমিক নেতা সাইদুল ইসলাম ও হোসাইনকে হোসেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মহানগর শ্রমিক কল্যাণ কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন মহানগর রাইস মিল অটো ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম ও মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসাইন আহমদ দীর্ঘ ২ মাস গায়েবী মামলায় কারাবরণ শেষে গত ১১ সেপ্টেম্বর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। তাদের কারামুক্তি উপলক্ষে এই সংবর্ধনা দেয়া হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক আকবর আলী, সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, মহানগর অটো রাইসমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন বাদল, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সদর থানা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলী মনসুর, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সহ সাধারণ সম্পাদক আলীমান আখন্দ, অর্থ সম্পাদক আল মামুন, স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন, শ্রমিক নেতা গোলাম রহমান, দোকান শ্রমিক ইউনিনের সহ সাধারণ সম্পাদক শিবলুর রহমান শিপু, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা মনু মিয়া, চারকয়েল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জুবের আহমদ, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ও সাংঠনিক সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি