বালাগঞ্জে বেশী দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৩ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪১:০১ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশী মূল্যে ডিম বিক্রি এবং দ্রব্যমূল্যের নির্ধারিত মূল্য তালিকা না থাকায় সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের বাজারে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।শনিবার দুপুরে বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস অভিযান চালিয়ে বালাগঞ্জ বাজারে খুচরা ব্যবসায়ী তিনজনকে মোট ৩ হাজার ৫শত টাকা জরিমানা করেন। তাদের বিরুদ্ধে ভেক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্তিত ছিলেন ভূমি অফিসের নাজির তৈয়বুর রহমান, সাংবাদিক জাকির হোসেন বালাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য। বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশী মূল্যে পণ্য বিক্রি করা হলে জেলসহ অর্থদণ্ডের বিধান প্রয়োগ করা হবে। মানুষের কষ্টের কথা বিবেচনা করে ব্যবসায়ীদের স্বল্প লাভ করে পণ্য বিক্রয়ের জন্য আহ্বান জানান তিনি।