সিলেটে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে ২ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৬:৩৭:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। অপর দু’জন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত সেবাকেন্দ্রের স্ক্যানু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শনিবার ভোরের দিকে ওই দুই নবজাতক হাসপাতালে মারা যায়। পরে ওইদিন দুপুরে নগরের চালিবন্দর এলাকায় শিশুদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেন শিশুদের বাবা সত্যরঞ্জন দেবনাথ।
এর আগে ১৫ সেপ্টেম্বর সকালে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন সত্যরঞ্জন দেবনাথের স্ত্রী মমতা দেবী (২৭)। চার নবজাতকের দুটি ছেলে ও দুটি মেয়ে ছিল। এরমধ্যে এক ছেলে ও এক মেয়ের মারা গেছেন। এই দম্পতির পাঁচ বছরের আরেকটি কন্যাসন্তান রয়েছে। সত্যরঞ্জন সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, চার শিশুর মধ্যে দুটির জন্মের পর থেকে কিছু জটিলতা দেখা দিয়েছিল। শ্বাসকষ্ট ছিল। এ জন্য তাদের স্ক্যানু ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন দুই শিশুকে সুস্থ রাখতে চিকিৎসকেরা চেষ্টা করছেন।