বিপিএলে সিলেট স্ট্রাইকার্সে যারা থাকছেন
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪০:৩৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : শেষ হলো বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট পূর্ব। রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল সাত দলকে নিয়ে হয়েছে বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট। প্রায় আড়াইঘণ্টা ধরে চলা এই প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে আগামী মৌসুমে বিপিএলের জন্য স্কোয়াড তৈরি করে নিয়েছে বিপিএল ফ্রাঞ্চাইজিগুলো।
তবে এবারের বিপিএল আসরে প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাননি মুমিনুল হক, সাব্বির রহমানরা। এছাড়া অলক কাপালি, আবু জায়েদ রাহি, মুনিম শাহরিয়ারদের নিতেও আগ্রহ দেখায়নি কোন দল।
৪৪৩ জন বিদেশী আর ২০৩ স্থানীয় ক্রিকেটারকে ৬ ক্যাটাগরিতে তোলা হয়েছে প্লেয়ার্স ড্রাফটে। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৮০ লাখ টাকা। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র মুশফিকুর রহীমই ছিলেন এই ক্যাটাগরিতে। এ ছাড়া ৪ জন ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে (পারিশ্রমিক ৫০ লাখ)। ১৮ জনকে রাখা হয়েছিলো ‘সি’ ক্যাটাগরিতে (৩০ লাখ)। ৩১ ক্রিকেটার ছিলেন ‘ডি’ ক্যাটাগরিতে (২০ লাখ)। ৭৫ জনকে রাখা হয় ‘ই’ ক্যাটাগরিতে (১৫ লাখ), আর ‘এফ’ ক্যাটগারিতে ২৯জন (১০ লাখ) এবং ‘জি’ ক্যাটাগরিতে রাখা হয় ৪৫ জনকে (৫ লাখ)। কোন ক্রিকেটার কোন দলে থাকছেন।
এ দিকে আসন্ন এই আসরে সিলেট স্ট্রাইকার্সে তেমন কোন চমক না থাকলেও ফরচুন বরিশাল এবার ৮০ লাখ টাকায় দলভ‚ক্ত করে নিয়েছে বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিকুর রহীমকে।
সিলেট স্ট্রাইকার্স : দেশী : মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি, নাজমুল অপু, শফিকুল ইসলাম, নাইম হাসান, জাওয়াদ রোয়েন। বিদেশী : রিচার্ড নাগারামা (জিম্বাবুয়ে, বোলার), দুশান হেমন্ত (অলরাউন্ডার, শ্রীলঙ্কা)।
ফরচুন বরিশাল : দেশী : মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রিতম কুমার, তাইজুল, এনামুল হক, নওরোজ নাবিল। বিদেশী : ইয়ানিক কারিয়া (ওয়েস্ট ইন্ডিজ), দুনিথ ভেল্লালাগে, দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : দেশী : মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অংকন, রিশাদ হোসেন, ইমরুল কায়েস, এনামুল হক। বিদেশী : রাখিন কনওয়েল (অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ), ম্যাথিউ ওয়াল্টারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)।
রংপুর রাইডার্স : দেশী : রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মন্ডল, হাসান মুরাদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান। বিদেশী : মাইকেল রিপন (নিউজিল্যান্ড, বোলার), ইয়াসির মোহাম্মদ (আমেরিকা, অলরাউন্ডার)।
খুলনা টাইগার্স : দেশী : আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান। বিদেশী : কাসুন রাজিথা (শ্রীলঙ্কা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা)।
দুর্দান্ত ঢাকা : দেশী : সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হাসান, নাইম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দীন। বিদেশী : লাহিরু সামারাকুন (অলরাউন্ডার, শ্রীলঙ্কা), সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : দেশী : তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান, সাহাদাত হোসেন দিপু, সালাউদ্দীন শাকিল। বিদেশী : কার্টিস ক্যাম্ফার (অলরাউন্ডার, আয়ারল্যান্ড), বিলাল খান (ওমান)।