মাধবপুরে ৫ ডাকাত কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪২:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। রোববার ভোররাতে সিলেট-ঢাকা মহাসড়কের বেজুড়া বাসস্ট্যান্ড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বাহুবল উপজেলার হিমেরগাঁও গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার ছেলে ছালেহ আহমেদ (৩৩), একই এলাকার মৃত আমরু মিয়ার ছেলে আল আমিন (২৯), মো: লায়েক মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩২) ও মতি মিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৮)। তবে পুলিশের উপস্থিতি টের তাদের কয়েকজন সহযোগি পালিয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রকিবুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।