সিলেটে ইলেকশন রিপোর্টিং বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণের প্রাণবন্ত দ্বিতীয় দিন
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৭:১২:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ইলেকশন রিপোর্টিংয়ের উপর তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। প্রশিক্ষকদের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেশন, অংশ নেয়া সাংবাদিকদের গ্রুপ ওয়ার্ক ও প্রশ্নোত্তরে দিনটি ছিলো প্রাণবন্ত।
ইউএসএআইডির সহযোগিতায় ও ইন্টারনিউজের ব্যবস্থাপনায় প্রশিক্ষণটির আয়োজন করেছে নিউজ নেটওয়ার্ক।
রোববার দ্বিতীয় দিনে নির্বাচনে সাংবাদিকদের করণীয় বিষয়ে কথা বলেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান।
ইলেকশন রোলস এন্ড রেগুলেশন, আরপিও, প্রাক নির্বাচন পর্ব, ভোটের দিন ও ভোট পরবর্তী রিপোর্টিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির বাংলাদেশ প্রধান জুলহাস আলম।
মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, মেল ইনফরমেশন, নির্বাচনী সংবাদে নির্ভুলতা, নিরপেক্ষতা, ভুয়া সংবাদ ও নির্বাচনে ঘৃণামুলক বক্তব্য বিষয়ে প্রশিক্ষণ দেন নিউজ নেটওয়ার্কের ট্রেনিং কো-অর্ডিনেটর জিয়াউর রহমান।
ডিজিটাল হাইজিন, ফ্যাক্ট চেকিং এন্ড ভেরিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ দেন ইন্টার নিউজের সোস্যাল মিডিয়া এন্ড কনটেন্ট স্পেশালিস্ট রায়হান মাসুদ। সাংবাদিকদের কোড অব কন্ডাক্ট বিষয়ে কথা বলেন সাংবাদিক আহবাব মোস্তফা খান।
এসময় ইন্টারনিউজের ফাইনান্স এন্ড এডমিন অফিসার ফাতেমা আক্তার, নিউজ নেটওয়ার্কের সিলেট কো-অর্ডিনেটর মুকতাবিস-উন-নূর ও নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।