নেদারল্যান্ডসে আবারও কোরআন অবমাননা
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩৫:২৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডসে আবারও পবিত্র কোরআন অবমাননা করেছেন ইসলাম বিদ্বেষী সংগঠন পেজিদার এক নেতা। শনিবার দেশটির হেগে শহরে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে কোরআন ছিঁড়ে ফেলেন এদুইন ভেগেনসভালদ নামের ওই ব্যক্তি। এতেই ক্ষান্ত হননি তিনি, কোরআনের পাতা ছিঁড়ে পায়ের নিচে রাখেন। তবে তিনি কেন এই কাজ করেছেন, তা জানা যায়নি। চলতি বছর একাধিকবার এই গর্হিত কাজ করেছেন এদুইন। এদিকে ধর্মগ্রন্থ অবমাননায় তাকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ক্ষোভের জন্ম দিয়েছে স্থানীয় মুসলিমদের ভেতর।এর আগে সুইডেন ও ডেনমার্কে প্রকাশ্যে কোরআন শরিফে আগুন দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় বয়ে যায় আরব দুনিয়ায়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও ধর্ম অবমাননার বিষয়ে নিন্দা জানানো হয়।পবিত্র কোরআন অবমাননায় জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশ, তুরস্ক, ইরান ও কাতারের সরকারপ্রধান। নেতারা বলেন, কোরআন অবমাননা কোনভাবেই মেনে নেয়া যায় না। এর মধ্যেই নেদারল্যান্ডসে এ ঘটনা ঘটলো।
সূত্র: আনাদলু এজেন্সি