এসএসসি-২৪ এর নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমা নির্ধারণ
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:২৫:৪৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে ২০২৪ সালের পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশে সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ শেষ করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।এতে আরো বলা হয়, এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ বিস্তারিত তথ্য যথাসময়ে বোর্ড বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।