ভিসানীতির ‘প্রভাবে’ পুঁজিবাজারে বড় ধস
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩৪:৩২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ বাস্তবায়নের ঘোষণায় সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। এতে রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও দ্বিতীয় বৃহত্তম বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দাম কমেছে। সেই সঙ্গে দুই শেয়ারবাজারেই প্রধান সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।
সবমিলিয়ে রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হয়েছে ৫০০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যেখানে সবশেষ কার্যদিবসেও (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ৭৩৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এই হিসেবে ডিএসইতে লেনদেন কমেছে ২৩৪ কোটি ৬১ লাখ টাকা।এ দিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের।
এছাড়াও সপ্তাহের প্রথম দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছিল। পাশাপাশি অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৬ পয়েন্টে অবস্থান করে।অন্যদিকে রোববার দেশের দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট ৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যেখানে আগের দিনে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৪৭ লাখ টাকার।সবমিলিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমেছে। এতে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩টির দাম বাড়লেও বিপরীতে দাম কমেছে ৮০টির কোম্পানির শেয়ার ও ইউনিটের। এছাড়া দর অপরিবর্তিত রয়েছে ৫০টির কোম্পানির শেয়ার ও ইউনিটের।বাজার সংশ্লিষ্ট বেশ কয়েকটি পক্ষ জানিয়েছে, রোববার ফ্লোর প্রাইসে আটকে থাকা কোম্পানিগুলোর বাইরে মোট ১৬০ কোম্পানির শেয়ার ও ইউনিটের হাতবদল হয়। এর মধ্যে ৯২ শতাংশেরই দাম কমেছে। মার্কিন ভিসানীতি কার্যকরের ঘোষণার খবরে শেয়ারবাজারে এমন নেতিবাচক প্রভাব পড়েছে।