জামালগঞ্জের অধ্যক্ষ মাওলানা নূর উদ্দিনের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:৪৬:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার সকাল সাড়ে আটটার সময় জামালগঞ্জস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছু দিন যাবত অসুস্থতায় ভূগছিলেন। সম্প্রতি ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।বিভিন্ন মহলের শোক সুনামগঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা নূর উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন- ইত্তেহাদুল কুররা বাংলাদেশের সভাপতি মুফতি সৈয়দ আলী হায়দার, সেক্রেটারি ক্বারী মাওলানা আলা উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি, অধ্যাপক মাওলানা আলতাফ উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মিফতাহ উদ্দিন, শায়খ সাইদ নুরুজ্জামান আল মাদানি, মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুল হাই, মাওলানা আব্দুল হাকিম, হাফিজ মুশাহিদ আহমদ ও আবুল হাসানাত মু আব্দুল বাসিত।শোক বার্তায় তারা বলেন, জামালগঞ্জের প্রবীণ আলেমে দ্বীন মাওলানা নূর উদ্দিনের মৃত্যুতে আিমরা গভীর শোক প্রকাশ করছি। শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করছি, আল্লাহ পাক তাঁদেরকে ধৈর্য্য ধারণের তাওফীক দিন, মরহুমের যাবতীয় দ্বীনী খিদমত কবুল করুন, জীবনের ভূলত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন। আমীন। বিজ্ঞপ্তি