কুলাউড়া প্রেসক্লাব সম্পাদকের ভ্রাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪১:২৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশের জ্যেষ্ঠ ভ্রাতা সাবেক রেলওয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কর্মকর্তা মো. মালেক বখশ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন।
জানা যায়, জয়পাশা বখশ বাড়ি নিবাসী মরহুম খুরশিদ বখশের দ্বিতীয় পুত্র মালেক বখশ দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে নিজবাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একপর্যায়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর ২টায় হজরত শাহ কামাল মাজার সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।