জামায়াত দক্ষিণ জেলার বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫৬:৫৬ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ শাখার আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, জনবিচ্ছিন্ন এই সরকারকে অবিলম্বে পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি মেনে নিতে হবে। তিনি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের সকল নেতাকর্মী, আলেম-ওলামা ও সকল রাজবন্দীর মুক্তি এবং পুলিশের বাড়াবাড়ি, অন্যায় গ্রেফতার, নির্যাতন, হামলা-মামলা বন্ধ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে সিলেট নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল হান্নান উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শূরা সদস্য সাব্বির আহমদ ও রেহান উদ্দিন হারিছ, নিজাম উদ্দিন সিদ্দিকী, এডভোকেট নজমুল ইসলাম প্রমূখগণ। বিজ্ঞপ্তি