জগন্নাথপুরে পতিত জমি চাষের আওতায় আনতে কৃষক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৬:৩৯:২১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের হাওর বেষ্টিত জগন্নাথপুর উপজেলায় কৃষি বিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তর। এরই অংশ হিসেবে এবার উপজেলার সকল অনাবাদি পতিত জমি চাষের আওতায় নিয়ে আসতে নানামুখি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে রোববার জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনাবাদি পতিত জমি চাষের আওতায় আনার পরিকল্পনা, তৈল ফসল উৎপাদন বৃদ্ধি ও আগামী বোরো ধান নির্বিঘ্নে চাষাবাদের লক্ষ্যে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। বক্তব্য রাখেন ইউপি সদস্য আজিজুল হক, মোহন মিয়া, আবদুল কাইয়ূম, আবুল হাসান, নারী ইউপি সদস্য রোজিনা বেগম, কৃষক আংগুর মিয়া, তাজ উদ্দিন, জহিরুল ইসলাম প্রমূখ।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, আমরা জগন্নাথপুর উপজেলায় কৃষি বিপ্লব বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এ জন্য উপজেলার সকল অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে জমির মালিক এবং কৃষকদের উদ্বুদ্ধ করছি। যাতে সবার প্রচেষ্টায় পতিত জমিগুলো আবাদের আওতায় আসে।