নগরে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৭:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে দেবরের ছুরিকাঘাতে জেসমিন আক্তার (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বোয়ালিয়া গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি মাছিমপুর বৌবাজার জাহাঙ্গির মিয়ার কলোনির বাসিন্দা ছিলেন।গ্রেপ্তার শাহারুখ আহম্মদ (২৪) সুনামগঞ্জের দিরাই উপজেরার ভাটিপাড়া ইউনিয়নের কলাহাটি গ্রামের রাজা মিয়ার ছেলে। সে নিহত জেসমিনের স্বামী আরিফের আপন খালাতো ভাই। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ।এদিকে হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
তিনি দৈনিক জালালাবাদকে বলেন, পরকীয়ার জেরে মামাতো দেবর শাহারুখ আহম্মদের সঙ্গে রাতে জেসমিন বেগমের স্বামীর ঝগড়া হয়। এ সময় শাহারুখ তার ভাবী জেসমিন বেগম ও তার স্বামী আরিফকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনার পর ৯৯৯-এ কল দিয়ে পাপন নামে এক ব্যক্তির মাধ্যমে আমরা ঘটনাটি জানতে পারি। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ওসমানী হাসপাতালে নিহতের স্বামী আহত আরিফ আহমদের চিকিৎসা চলছে।স্থানীয় একটি সূত্রে জানিয়েছে, গ্রেফতারকৃত শাহারুখ মাদকাসক্ত। সে আগে রিকশা চালাতো ও জাহাঙ্গীর মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকতো। সে জেসমিনকে প্রায়ই উত্যক্ত করতো। রোববার রাতে এর প্রতিবাদ করতে গেলে জেসমিনের পাশাপাশি তার স্বামীকেও ছুরিকাঘাত করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।