মেয়াদ বাড়ছে মন্ত্রিপরিষদ সচিবের
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:২৪:০৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের মেয়াদ বাড়ছে। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। এরই মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।মাহবুব হোসেন চলতি বছরের ৩ জানুয়ারি দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেন। চাকরির মেয়াদ বাড়লে আগামী জাতীয় নির্বাচনের আগে-পরের গুরুত্বপূর্ণ সময়টিতে বেসামরিক প্রশাসনের শীর্ষ এ পদাধিকারীকে সামলাতে হবে সরকারের অনেক গুরুদায়িত্ব।