বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩৬:২৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ মানেই যেন বাংলাদেশের একক আধিপত্য। অন্তত গত ১৫ বছরের পরিসংখ্যান সে কথাই বলে। তবে এবার সিরিজ হারের শঙ্কায় স্বাগতিকরা। পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হলেও আজ শেষ ম্যাচ জিতে সমতায় তা শেষ করতে চায় বাংলাদেশ।প্রথম ম্যাচে দাপুটে বোলিংয়ে অল্পতেই নিউজিল্যান্ডকে আটকে দিয়েছিল বাংলাদেশ। তবে বৃষ্টির বাধায় সে যাত্রায় রক্ষা পায় কিউইরা। আর পরের ম্যাচে তো ঠিকঠাক লড়াই করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ৮৬ রানের বড় হারে উঁকি দিচ্ছে হোয়াইটওয়াশের শঙ্কাও।তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলে এসেছে একাধিক পরিবর্তন। খেলবেন না নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। আর লিটনের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে স্কোয়াডের বাইরে থাকা নাজমুল হোসেন শান্তকে। এছাড়াও দলে ফিরেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।শেষম্যাচে শক্তিশালী দলই পাচ্ছে বাংলাদেশ। তবে তাসকিনের খেলা নিয়ে রয়েছে কিছুটা সংশয়। পেটের সমস্যায় ভোগার কারণে তার না খেলার সম্ভাবনাই বেশি। বিকল্প হিসেবে রাখা হয়েছে খালেদ আহমেদকে। দলের সঙ্গে গতকাল অনুশীলন করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচের একাদশেও ছিলেন ডানহাতি এই পেসার।
বাংলাদেশ চাপে থাকলেও নির্ভার সফরকারী নিউজিল্যান্ড। কারণ কিউইদের যে সিরিজ হারানোর কোনো সম্ভাবনা নেই। তবে আছে প্রাপ্তির অনেক কিছু। আর তা হলো ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ।