ছাতকে খেলাফত মজলিসের গণ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:০৬:৫৪ অপরাহ্ন
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, স্বাধীনতার বায়ান্ন বছর পার হলেও এখনো জনগণ ভাতের অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার নিরাপত্তা নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। অন্যদিকে সরকার জনমতের তোয়াক্কা না করে আন্দোলনকারীদের দমনে পাল্টা কর্মসূচি দিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিও তাদের সহ্য হয়না।তিনি খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, নিরপরাধ আলিম-উলামা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তিসহ কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবীতে জাউয়াবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ানের যৌথ পরিচালনায় গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ, মাওলানা আবুল খয়ের, সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, জেলা ইসলামী যুব মজলিসের আহবায়ক ফারুক আহমদ জাবেদ, জেলা শ্রমিক মজলিসের আহবায়ক মাওলানা ফারুক আহমদ, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, সিলেট জালালাবাদ থানা সভাপতি হাফিজ কামরুল ইসলাম, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুর রহমান। বিজ্ঞপ্তি