শাহজালাল জামেয়া কামিল মাদ্রাসায় ক্লাস প্রতিনিধি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৪:০৮ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া (স্নাতকোত্তর) কামিল মাদ্রাসার ছাত্র সংসদের উদ্যোগে ক্লাস প্রতিনিধি সমাবেশ সম্পন্ন হয়েছে। মাদ্রাসার ছাত্র প্রতিনিধি আবু জুবায়ের এর সভাপতিত্বে ও সহকারী ছাত্র প্রতিনিধি কাওছার হামিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র সংসদের দাওয়াহ ও সাহিত্য বিষয়ক উপদেষ্টা হাফিজ আশরাফ উদ্দিন। সভাপতির বক্তব্য রাখেন জামেয়ার ছাত্র প্রতিনিধি আবু জুবায়ের।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন জামেয়া কামিল শাখার ছাত্রপ্রতিনিধি মাহমুদ আল মাদানী, দাখিল শাখার ছাত্রপ্রতিনিধি আমিনুল ইসলাম কামিল, আবাসিক শাখা ছাত্র প্রতিনিধি হা: হেলাল উদ্দিন ও আল-ফালাহ সাংস্কৃতিক সংসদ এর পরিচালক আবু সাইদ মোঃ আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি