জামিআ সিদ্দিকিয়ায় ইসলাহি মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৭:৪০ অপরাহ্ন
ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর সিনিয়র মুহাদ্দিস ও তাফসির বিভাগীয় প্রধান আল্লামা সাইয়িদ সুহাইব হুসাইনি নদভি বলেছেন, পৃথিবীতে মুসলমানদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে জ্ঞানবিমুখতা। জ্ঞানবিমুখ হওয়ার কারণে মুসলমানরা আজ সর্বক্ষেত্রে পিছিয়ে। তাই যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন ভাষা ও বিজ্ঞানপ্রযুক্তিতে পারদর্শী হতে হবে। সর্বক্ষেত্রে জ্ঞান অর্জনে গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার বিকেলে নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ায় অনুষ্ঠিত ইসলাহি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামিআ সিদ্দিকিয়ার উপপরিচালক (শিক্ষা) মাওলানা রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মেহেদী হাসান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক প্রধান ডা. শিব্বির আহমদ শিবলী, সিলেট সিটি করপোরেশন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, টুলটিকর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন চৌধুরী বাবুল, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ, টিলাগড় মদনীবাগ জামে মসজিদের খতিব মাওলানা আফতাবুজ্জামান হেলাল, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক ম্যানেজার হাজী ফেরদৌস চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামিআ সিদ্দিকিয়ার শিক্ষার্থী কামরান মাহফুজ। বিজ্ঞপ্তি