সংগীত প্রতিযোগিতায় জিডিএফ’র শিক্ষার্থীদের সাফল্য
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪০:২৮ অপরাহ্ন
সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে ১ম ও ৩য় স্থান লাভ করেছে সিলেটের গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রতিবন্ধী উদোক্তা তৈরির প্রতিষ্ঠান লাভ মার্কেট ডটকম ঢাকা’র প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সংগীত প্রতিযোগিতা গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় সিলেটের ১০ জন শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংগঠনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাংলাদেশের মধ্যে ১ম স্থান লাভ করেছে জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ডিগ্রি ফাইনাল পরীক্ষার্থী সমিরঞ্জন বিশ্বাস ও তৃতীয় স্থান লাভ করেছে ৭ম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান শোভা। প্রতিযোগিতায় স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমানতালে অংশগ্রহণ করায় জিডিএফ’র ৩ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা পুরস্কার ঘোষণা করা হয়। তারা হলেন, দৃষ্টি প্রতিবন্ধী সুভাজিত দাশ ঘোষ, রাদিয়া জান্নাত তালুকদার ও জুই রাণী দাশ।
সাফল্য অর্জনের পর বুধবার দুপুরে জিডিএফ কার্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ-উল্লাস ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সারা বাংলাদেশের মধ্যে সংগীত প্রতিযোগিতায় জিডিএফ’র শিক্ষার্থী একজন ১ম ও অপর জন ৩য় স্থান লাভ করায় শুকরিয়া আদায় করে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি