উন্নয়ন কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:০৩:৪৮ অপরাহ্ন
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সিলেট সদর উপজেলা পরিষদের হলরুমে বুধবার সকালে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত ই এলাহী। বিশেষ অতিথর বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন এডভোকেসী নেটওয়ার্ক কমিটির সদস্যবৃন্দ, চেঞ্জ এজেন্ট, ভলান্টিয়ার, সাংবাদিক এবং উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেন প্রধান অতিথি সমাজসেবা কর্মকর্তা নুসরাত ই এলাহী। একই সাথে যুব উন্নয়ন কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণে পিছিয়ে পড়া যুবসমাজের প্রতিনিধিদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানান উপজেলা যুব উন্নয়র কর্মকর্তা আব্দুল আহাদ। বিজ্ঞপ্তি