হাসপাতালের সিঁড়ি থেকে পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩৩:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো: আলী হোসেন (৫২) ঢাকার আশুলিয়ার কুন্দলবাগ এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি ওসমানী হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়িতে মরদেহ পড়ে থাকতে দেখেন চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা। পরে ঘটনাটি কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি কিট নাশকের বোতল পাওয়া যায়।
এসএমপির কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। লাশের পাশে কিট নাশকের বোতল পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।