নগরে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে মারধর, আটক ১
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩৪:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিএসআইকে মারপিট করে বডি অন ক্যামেরা ভাঙচুর ও ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে নগরের ব্যস্ততম সোবাহানীঘাট সবজি বাজার এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আহত ট্রাফিক সদস্যের নাম টিএসআই নূরুন নবী। বর্তমানে তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান দৈনিক জালালাবাদকে জানান, বিকেলে ব্যস্ততম সোবাহানীঘাট সবজি বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন টিএসআই নূরুন নবী। এ সময় একটি সিএনজি অটোরিকশায় অতিরিক্ত যাত্রী থাকায় সিগন্যাল দিয়ে থামানো হয়। পরে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ট্রাফিক পুলিশ অটোরিকশাকে জরিমানা করেন। তখন আল আমিন নামের এক যুবক এসে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়াও হয়ে টিএসআই নূরুন নবীর পোশাকে ঝুঁলানো বডি অন ক্যামেরা ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধস্তাধস্তি হয়ে ওই যুবক ক্যামেরাটি ভাঙচুর করে। পরে পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি আরো বলেন, কোন কারণ ছাড়াই কেন সে পুলিশের উপর হামলা করে ক্যামেরা ভাঙচুর করলো, এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি পরিকল্পিত কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।