মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫১:৪৩ অপরাহ্ন
সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্ব হার্ট দিবস পালন করা হয়। বিশ্ব হার্ট দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘হৃদয় ব্যবহার করুন, হৃদয়কে জানুন’।দিনটি উপলক্ষে মাউন্ট এডোরা হসপিটালের উদ্যোগে র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। হসপিটালের পরিচালক ডাঃ সৈয়দ মাহমুদ হাসান-এর সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক হিসেবে মাউন্ট এডোরা হসপিটালের ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাঃ মুহম্মদ শাহাবুদ্দীন করোনারী হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ চিকিৎসা, প্রতিকার ও প্রতিরোধ এবং প্রতিরোধে খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা উপস্থাপন করেন।
হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আজিজুর রহমান রোমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান, চীফ কনসালটেন্ট, ক্লিনিক্যাল কার্ডিওলজি, মাউন্ট এডোরা হসপিটাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শাবির প্রো-ভিসি অধ্যাপক ডাঃ মোঃ কবীর হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়িকসহ বিভিন্ন শ্রেণী পেশার কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি