গোয়াইনঘাটে ইফার বিভিন্ন কর্মসূচি পালিত
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪৬:৪৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গোয়াইনঘাটে ইফার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা মডেল মসজিদে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মডেল কেয়ারটেকার মো. সালেহ আহমদের সভাপতিত্বে সা. কেয়ারটেকার ফরিদ উদ্দিন কয়েসের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা জাকির হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা ফয়েজ আহমদ, আনোয়ার হোসেন। মিলাদ মাহফিল শেষে দেশের শান্তি সমৃদ্ধি কামনা এবং ইফা গোয়াইনঘাটের কেন্দ্র শিক্ষক মাওলানা আলাউদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুল খালিক।