গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩২:২৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টেরর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ট্রাস্টের কার্যালয়ে এসএসসি ২০২৩ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের পাঠাগার সদস্যদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ট্রাস্টের সভাপতি গুলজার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো মুজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বশর মো ছদর উল্লা চৌধুরী, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাস। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী জেবিন বাহার জবা, সুদ্রিতী দে প্রাপ্তি, হাবিবা আক্তার মিন্না।
অনুষ্ঠানে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের পাঠাগার সদস্যদের মধ্য থেকে এসএসসি ২০২৩ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ১৫ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি