কেমুসাসের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শনিবার
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৩, ৫:২০:১৬ অপরাহ্ন
আগামী ৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে কেমুসাসের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে সিরাত প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় ১০টি গ্রুপে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
কেমুসাসের ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, কেমুসাসের কোষাধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত ও কার্যকরী পরিষদ সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
কমিটির সদস্য আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সদস্য সচিব জাহেদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আহনাফ আজিম তানভীর।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কবি বাছিত ইবনে হাবীব, কবি নাজমুল আনসারী, শিল্পী শামসুল ইসলাম খান, জুবায়ের আহমদ তিতু, হেলাল আহমদ, সুজাউল কবির শামীম, কারী মোশাহিদ আহমদ, আবুল হাসান বেলাল, মাযহারুল ইসলাম জয়নাল, মাওলানা মাসুদ আহমদ, ক্যালিগ্রাফিস্ট আব্দুল মুহিত ও আবুল হাসান। বিজ্ঞপ্তি