মাধবপুরে ধর্ষণ মামলার আসামী আটক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৩, ৭:৩৭:৩৬ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: বিদেশ পালিয়ে যাওয়ার সময় মাধবপুরে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামী মাজহারুল ইসলামকে বিমানবন্দর থানা পুলিশ আটক করেছে। রোববার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা হযরত (রঃ) শাহজালাল বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়। মাজহারুল ইসলাম ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের ফালু মিয়ার ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে গত ২৭ সেপ্টেম্বর এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী মাজহারুল ইসলাম গ্রেপ্তার এড়াতে গোপনে বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। তাকে আনতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।