কোতোয়ালি থানা স্যানিটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সিরাতুন্নবী মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৩, ৭:৩৮:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরের আওতাধীন কোতোয়ালি থানা স্যানেটারি ও টাইলস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীতে উক্ত আলোচনা সভা ও সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
ট্রেড ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন বাদলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেডারেশনের সিলেট মহানগরীর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, শ্রমিক নেতা কামরুল ইসলাম, থানার অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, মহানগর চার কয়েল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হোসেন আহমদ, কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রহমান, শ্রমিক নেতা ইয়ার হোসেন, আরিফ আহমেদ, ইয়াসিন আহমদ, আসাদুল হক ও শফিকুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি