কুলাউড়ায় ছাগল-ভেড়াকে পিপিআর টিকা প্রদান শুরু
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৩, ৯:০৭:৪০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ছাগল-ভেড়াকে পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। রোববার উপজেলার কাদিপুর ইউনিয়নে বিনামূল্যে ছাগল-ভেড়াকে টিকা প্রদান করে কার্যক্রম শুরু করা হয়।কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান এর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, ৯ দিনব্যাপী টিকা কার্যক্রমের আওতায় উপজেলার ৪২ হাজার ছাগল-ভেড়াকে পিপিআর টিকা প্রদান করা হবে। এ কার্যক্রমের আওতায় কুলাউড়া পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ছাগল-ভেড়া পালনকারী সুফলভোগীরা এ সুবিধা পাবে বলে জানান তিনি।