শিক্ষাবিদ ধূর্জটি কুমারকে গুণীজন সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৩, ৬:২৬:১০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: শিক্ষা ও সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখায় শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসুকে গুণীজন সম্মাননা প্রদান করেছে জলকন্যা সাহিত্য পরিষদ।শনিবার রাত ৮ টায় সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে জলকন্যা সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।সংগঠনের সভাপতি কোহিনুর বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমদ, সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, কলামিস্ট সুকেন্দু সেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান, মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ সরকার প্রমুখ।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি আল হেলাল, সংগঠনের সহ সভাপতি আশরাফ হোসেন লিটন, সাংস্কৃতিক সম্পাদক সলিবনূর বাচ্চু, সবিতা রাণী।
সম্মাননা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ধূর্জটি কুমার বসুকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।