লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৩, ৮:১৮:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় মোঃ রাকিবুল হাসান রমজান (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কুরআনে হাফেজ রাকিবুল হাসান রমজান লাখাই উপজেলার মনতইল গ্রামের নোয়াব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে হাফেজ রাকিবুল হাসান রমজান তার পিতার ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ হার্ডওয়ার দোকান তালাবদ্ধ করে বাইসাইকেলে করে বাড়ী ফেরার পথে হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা এলাকায় অজ্ঞাত ট্রাক চাপায় সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু হবিগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অজ্ঞাত ট্রাকের চাপায় রাকিবুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।