শ্রমিক কল্যাণ কোতোয়ালী পূর্ব থানার সীরাতুন্নবী মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৩, ৮:৪০:২৪ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর কোতোয়ালি থানা পূর্ব শাখার উদ্যোগে সীরাতুন্নী (সাঃ) মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে থানা কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানা সভাপতি মো: নজরুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আহসান হাবীব হাসানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন শ্রমিক কল্যাণের মহানগর উপদেষ্টা মাওলানা ওলিউর রহমান সিরাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমেদ রাজু ও কোতোয়ালি থানা পূর্ব থানা শাখার উপদেষ্টা মুহিব আলী।হাফিজ সাদিকুর রহমানের পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সূচীত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেডারেশনের সিলেট মহানগর কোতোয়ালি থানা পূর্ব শাখার সহ-সভাপতি ইকবাল আহমদ, ১৮নং ওয়ার্ড সভাপতি রুকন আহমেদ, ১৯নং ওয়ার্ডের সেক্রেটারি আমিনুল হক মানিক, শাহী ঈদগাহ সিএনজি স্টেশনের সভাপতি আমিনুল ইসলাম, শ্রমিক নেতা হুমায়ুন ও মেরাজ প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওলীউর রহমান সিরাজী বলেন, বিশ্ব মানবতার মুক্তিদূত মহানবী (সাঃ) এর জীবনে আমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। বিশ্বনবী (সাঃ) এর অনুকরণ ও অনুসরণ ছাড়া ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি সম্ভব নয়। তাই আমাদেরকে নবী (সাঃ) এর সুন্নাহ অনুসরণের মাধ্যমে জীবন পরিচালনার শপথ নিতে হবে। বিজ্ঞপ্তি