মায়াবন সাহিত্য সংস্কৃতি পরিষদের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৩, ৮:৪৩:০১ অপরাহ্ন
সিলেটে মায়াবন সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আত্মপ্রকাশ করেছে। গত রোববার রাতে নগরীর আম্বরখানায় একটি অভিজাত হোটেলে একে আজাদ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন।
সিনিয়র সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর তোফায়েল আহমদ সেফুল, সাংবাদিক এম এ হান্নান, ড. দিদার চৌধুরী, তৌফিক আহমদ চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মামুনুর রশিদ, ব্যাংকার মো: আব্দুল মালেক, কবি শান্তা কামালী, উম্মে সালমা, ডা: আব্দুর রকিব, এ কে এম কামরুজ্জামান মাসুম, মো: আবর মিয়া পীর, তুহিন আহমদ, ইমামুল ইসলাম রানা, সৈয়দ আনসার আলী, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, তৌফিক আহমদ চোধুরী, উম্মে সালমা, লুৎফা আহমেদ লিলি, ওবায়দুল মুন্নী, বাউল মাসুম সরকার প্রমূখ।
পরে প্রধান অতিথি মায়াবন সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা একে আজাদ খানকে সভাপতি, মো আমিরুল ইসলাম চৌধুরী এহিয়াকে সাধারণ সম্পাদক ও মো: আবর মিয়া পীরকে সাংগঠনিক সম্পাদক করে মায়াবন সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি