দোয়ারায় ডাকাত সর্দার আটক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৩, ৮:৫০:০৫ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে সক্রিয় আন্তজেলা ডাকাত দলের সর্দার ও একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামী সৈয়দ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার রাতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসানের দিকনির্দেশনায় এএসআই নোমান মিয়া সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আন্তজেলা ডাকাত দলের সর্দার সৈয়দ আলী ওরফে সৈয়দ আহমদকে উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নের গৌপীনগর (নতুননগর) নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আসামী উপজেলার গৌপীনগর এলাকার মৃত আঃ মন্নাফ’র পুত্র।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।