১ম বিভাগ ফুটবল লীগ শুরু ১৫ অক্টোবর
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৩, ৬:৫৬:৫২ অপরাহ্ন
সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের নিয়ন্ত্রণাধীন ১ম বিভাগ ফুটবল লীগ কমিটির সভা ২ অক্টোবর জেলা ক্রীড়া ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৫ অক্টোবর হতে ১ম বিভাগ ফুটবল লীগ-২০২৩ শুরুর ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
১ম বিভাগ ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান বিজিত চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, ১ম বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক রিয়াজ উদ্দিন হেলাল, সহকারী সম্পাদক সাদেক আহমদ, সদস্য সমর চৌধুরী, মোঃ সিরাজ উদ্দিন, আক্কাছ উদ্দিন আক্কাই, দীপাল কুমার সিংহ, রুবেল আহমদ নান্নু, এহতেশামুল হাসান লয়েছ, আজাদুর রহমান চঞ্চল, গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, রাফায়েত মালিক রাফি, চতুরঙ্গ যুব সংঘের প্রতিনিধি ও কমিটির সদস্য শামসুল আলম, জালালাবাদ ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্য লায়েক আহমদ, হিলটন ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্য আনোয়ার হোসেন, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্য সাইফ উদ্দিন সেলিম, বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র এর প্রতিনিধি ও কমিটির সদস্য মহি উদ্দিন রাসেল, আজাদ স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্য মোঃ আজিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি