ওসমানীনগরে ১৫০ বস্তা চিনিসহ চোরাকারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৩, ৭:১৬:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগর উপজেলায় ১৫০ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তারা অপর দুই সহযোগী পালিয়ে যায়। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার ইলাশপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নিজাম উদ্দিন (২৯) জৈন্তাপুর উপজেলার উত্তর ঘাটেরচটি এলাকার মো: নুর উদ্দিনের ছেলে। পলাতক আসামীরা হলো একই উপজেলার হরিপুর এলাকার কামরুল ইসলাম ও সাদিক মিয়া।
পুলিশ জানায়, ট্রাকে করে বালু দিয়ে ঢেকে অভিনব কায়দায় চিনি নিয়ে যাচ্ছে এমন সংবাদ পুলিশের কাছে আসে। এ তথ্যের ভিত্তিতে সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর এলাকায় তল্লাশী চৌকি বসায় পুলিশ। এ সময় একটি ট্রাক থেকে ১৫০ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তবে ওই সময় কৌশলে পালিয়ে আরো দুইজন। পরে পুলিশ চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করে থানা নিয়ে আসে। এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামীদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ে করা হয়েছে। এ তথ্য জানিয়েছে সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল।