স্থপতি শাকুর মজিদকে নিয়ে সাহিত্য আড্ডা
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৩, ৭:২৯:১৪ অপরাহ্ন
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ভ্রমণকাহিনি লেখক, চিত্রনির্মাতা, নাট্যকার, স্থপতি শাকুর মজিদকে নিয়ে লেখক আড্ডা গত সোমবার সন্ধ্যায় সিলেটে অনুষ্ঠিত হয়েছে।সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৫৯তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সাইক্লোনের শিক্ষা সম্পাদক কবি-সংগঠক ইছমত হানিফা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবদুল বাতিন ফয়সল।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আড্ডায় আলোচনায় অংশ নেন শাবিপ্রবি’র এডিশনাল রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক কবি ডা. মোহাম্মদ মাশুকুর রহমান, গল্পকার সেলিম আউয়াল, প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, বাচিকশিল্পী সালেহ খসরু, প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী, ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, শাইনি স্টেপস্-এর প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না, লেখক এডভোকেট আবদুল মালিক, চিত্রশিল্পী চুনী চৌধুরী, ঔপন্যাসিক আলেয়া রহমান, লেখক আবদুল হক, কবি নাঈমা চৌধুরী, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমশাদ, শিল্পী বিমান বিহারী বিশ^াস, ছড়াকার জুবের আহমদ সার্জন, ছড়াকার কবির আশরাফ, গীতিকবি ফরিদ আহমদ, সংস্কৃতি কর্মী কয়েস আহমদ সাগর, শিল্পী কুবাদ বখত চৌধুরী, কবি কামাল আহমদ।
শাকুর মজিদ বলেন, কালোত্তীর্ণ লেখকদের কথাই আমরা জানি। কাজেই টিকে থাকতে হলে কালোত্তীর্ণ লেখকদেরকে অতিক্রম করতে হবে। একজন লেখককে তার সমকালীন, তার পূর্বসূরীদের সাহিত্যকর্ম সম্পর্কে জানতে হবে, ধারণা রাখতে হবে। বিশেষ করে পূর্বসূরির ধারাকে অতিক্রম করে, তাদের বৃত্তকে যিনি ভাংতে পারেন তিনিই সফল এবং কাল তাকে স্মরণ করে। এজন্যে অধ্যয়ন প্রয়োজন, পূর্বসূরিকে জানতে হলে তার লেখা পড়তে হবে, তারপর তাকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। বিজ্ঞপ্তি