শাহপরান থানা জামায়াতের মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৩, ৭:৩১:২৭ অপরাহ্ন
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি, নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগরীর শাহপরান থানা জামায়াত। মঙ্গলবার বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাহপরান পূর্ব থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহপরান পশ্চিম থানা আমীর শাহেদ আলী, নায়েবে আমীর আব্দুর রব, শাহপরান পূর্ব থানা সেক্রেটারী মাওলানা ফয়জুর রহমান, শাহপরান পশ্চিম থানা সেক্রেটারী নজরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মন্জুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমসি কলেজ সভাপতি এ টি এম ফাহিম, সরকারি কলেজ সভাপতি জাহিনুল ইসলাম ও শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মারুফ আহমদ প্রমূখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার আবারো পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের গণগ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে। কোন ষড়যন্ত্রই ফ্যাসিস্ট সরকারের গদি রক্ষা করতে পারবেনা। অবিলম্বে আমীরে জামায়াতসহ কারান্তরীণ সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূনর্বহাল করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতার কঠোর আন্দোলনে এই সরকারের চূড়ান্ত বিদায় নিশ্চিত করা হবে। বিজ্ঞপ্তি