সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৩, ৭:৩৩:০৯ অপরাহ্ন
নিত্যপণ্যের দাম কমানো, ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-চাঁদাবাজি বন্ধ ও লাইসেন্স প্রদানের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর নবাব রোড পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় নবাব রোড পয়েন্টে মানববন্ধনচলাকালীন সমাবেশে ১০নং ওয়ার্ড কমিটির সভাপতি ময়না মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ইয়াছিন আহমদ, মোহসিন মিয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক বিলাল আহমদ, অর্থ সম্পাদক মিন্টু যাদব, প্রচার সম্পাদক আফজল হোসেন, ৮নং ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, ৯নং ওয়ার্ড কমিটির মাছুম আহমদ, ১০নং ওয়ার্ড কমিটির নাছির উদ্দিন, রফিকুল ইসলাম, পাভেল মিয়া, জুয়েল আহমদ, সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম, তাজু, সামছু মিয়া, আইনুল মিয়া, ছামি আহমদ, তাজুল ইসলাম প্রমূখ।বক্তারা অবিলম্বে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান এবং বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজচক্রের চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি