আলীমুল এহছান চৌধুরীকে চেম্বারের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৬:৪৪:১৩ অপরাহ্ন
তুরস্কের ইজমির শহরে অনুষ্ঠিত কাউন্সিল অব এগ্রিকালচারাল মেশিনারি এসোসিয়েশন ইন এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (আর.ই.সি.এ.এম.এ) এর ৯ম অধিবেশনে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী ২০২৩-২০২৪ সাল মেয়াদের জন্য এসোসিয়েশনটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহ সভাপতি মোঃ আতিক হোসেন অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।
চেম্বার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বশীল নেতৃত্বে সংগঠনভুক্ত দেশসমূহের কৃষি যন্ত্রপাতি উৎপাদন খাতের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে এবং আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।