কদমতলীতে দুর্বৃত্তরা যুবককে ছুরিকাঘাত
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৮:২০:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা উপজেলায় এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকাল ৪টার দিকে কদমতলী পয়েন্টে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম শাকিব আহমদ (২৬)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলারবাজার খালের গাও এলাকার কবির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকাল কদমতলী পয়েন্টে শাকিব আহমদ নামের ওই যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করের। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পূর্ব শত্রæতার জেরে এ ঘটনা হতে পারে বলে জানায় পুলিশ।