জগন্নাথপুরে ছাগল-ভেড়ার বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৮:১৬:০৩ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্মদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুরে বিনামূল্যে পিপিআর টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বুধবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকায় বিনামূল্যে পিপিআর টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ। বক্তব্য রাখেন কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নুরুল হক, ইউপি সদস্য সাদিক আলম, ছালিক মিয়া প্রমূখ। সভা শেষে ছাগল-ভেড়াকে টিকা প্রদান করা হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ জানান, উপজেলার ৯০টি ওয়ার্ডে ৩০ হাজার পিপিআর টিকা বিনামূল্যে প্রদান করা হবে। গত ৩০ সেপ্টেম্বর থেকে আমাদের এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। এ পর্যন্ত ৪১টি ওয়ার্ডে ৮ হাজার ৬৬৬ টিকা প্রদান করা হয়েছে।