উইমেন্স মেডিকেল কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৮:১৯:২১ অপরাহ্ন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হ্সাপাতালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।বুধবার সকালে কেক এবং ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার। এ সময় আরো উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: ওয়েস আহমদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা: জি এম মনিরুল ইসলাম, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরী, অধ্যাপক ডাঃ ইসমাইল পাঠওয়ারী, স্পোর্টস ও কালচারাল কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুইঁয়া, সদস্য সচিব অধ্যাপক ডাঃ মোহাম্মদ আল মোহাইমিন, একাডেমি কো-অর্ডিনেটর অধ্যাপক ডাঃ মোঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, কালচারাল কমিটির কনভেনর অধ্যাপক ডা: মুরশিদা আক্তার লুভনা, সদস্য সচিব ডা: সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মাশুকুর রহমান, অধ্যাপক ডাঃ রুবিনা সুলতানা, অধ্যাপক ডাঃ মাকসুদুল আলম, অধ্যাপক ডাঃ সিদ্ধার্ত পাল, হাসপাতালের উপ পরিচালক চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হিমাংশু শেখর দাস, ডা: ইশফাক জামান সজিব প্রমুখ। বিজ্ঞপ্তি