২২টি পরমাণু বোমার বিস্ফোরণের শক্তি নিয়ে আঘাত আনতে পারে গ্রহাণু
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৬:০০:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ১৬১০ ফুট আকৃতির বিশাল এক গ্রহাণু আঘাত আনতে পারে পৃথিবীতে। বিজ্ঞানীরা বলছেন, আঘাত আনলে ২২টি পরমাণু বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটবে। ভয়ংকর এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে বেনু। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে,১৫৯ বছর পর আঘাত আনার সম্ভাবনা রয়েছে এই গ্রহাণুর।
নাসার অসিরিস রেক্স সাইন্স টিম জানিয়েছে, ১৯৯৯ সালে প্রথম এই গ্রহাণুটি আবিস্কার হয়। আমাদের বায়ুমন্ডলে এটি প্রবেশ করতে পারে এবং ২১৮২ সালেল ২৪ সেপ্টেম্বর পৃথিবীতে আঘাত আনতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
ধারণা করা হয়, বেনুর উচ্চতা যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট ভবনেরর চেয়েও বেশি এবং আঘাত আনার সময় ১২৯৯ মেগাটন শক্তি নিঃসৃত হতে পারে। যা সর্বকালের সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার চেয়ে ২৪ গুণ বেশি শক্তিশালী।
নাসা জানায়, বেনু আমাদের পাশ দিয়ে চলে যাবে এবং সম্ভাবনা খুবই কম। এটা যেই পথে আছে তাতে পৃথিবীতে আঘাত আনার সম্ভাবনাই বেশি।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রতি ছয়বছরে একবার পৃথিবীর কাছে চলে আসে বেনু। এখন পর্যন্ত ১৯৯৯, ২০০৫ ও ২০১১ সালে সবচেয়ে কাছে এসেছিল গ্রহাণুটি। নাসা জানায়, যদিও পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা খুবই কম। তারপরও বেনু ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর গ্রহাণু।