অপরাধ করিনি, শঙ্কিত কেন হব: ড. ইউনূস
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৬:০৫:২২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় দুদকের তলবে হাজির হয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রায় সোয়া দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে বের হন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, কোনো অপরাধ করিনি, শঙ্কিত হব কেন? দুদক আমাকে ডেকেছে তাই এসেছি।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে আইনজীবী এবং গ্রামীণ টেলিকমের দুই কর্মকর্তাসহ দুদক কার্যালয়ে উপস্থিত হন ড. ইউনূস। কার্যালয় থেকে বের হওয়ার পর তাকে কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই বিষয়ে সাংবাদিকরা জানতে চান। জবাবে ড. ইউনূস বলেন, আমাকে ডেকেছে তাই এসেছি। এটা যেহেতু আইনের বিষয়, এ ব্যাপারে যা বলার তা আইনজীবী বলে দিয়েছেন। আমার কোনো মন্তব্য নেই।