বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৭:১৬:২৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সংগঠন বৃহস্পতিবার বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে পৃথকভাবে র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেছে।
উপজেলার পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলীর সভাপতিত্বে ও প্রভাষক বিপুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি রফিকুল ইসলাম সুন্দর। এছাড়াও বক্তব্য দেন অধ্যাপক এমএ মোহাইমিন, প্রভাষক খালেদ আহমদ, গভর্নিংবডির সদস্য আমির উদ্দিন, আক্তার হোসেন, রিয়াজ উদ্দিন, প্রভাষক হাসিনা বেগম প্রমুখ।